1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
গাছবাড়ী-হরিপুর সড়কের সংস্কার কাজ নিজ অর্থায়নে শুরু করেছেন মামুনুর রশীদ চাকসু সিলেট-০৫, (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে বিএনপির প্রচার-প্রচারনায় রয়েছেন ডজন খানেক প্রার্থী কানাইঘাটে ফেসবুকে জুলাই বিপ্লব নিয়ে কটুক্তি করায় ছাত্রলীগ নেতা রাদিম গ্রেফতার কানাইঘাট জাতীয়তাবাদী ফোরাম ইউকের কমিটি গঠন, বুলবুল সভাপতি-নাজমুল সম্পাদক সিলেটের জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ১৮টি ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিল করে স্থানীয়দের নামে বন্দবস্ত প্রদানের দাবীতে মানববন্ধন জৈন্তাপুরে সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সেবায় মেডিকেল ক্যাম্পেইন কর্মসূচি পালন জকিগঞ্জে বর-কনের গাড়ির ধা’ক্কা’য় অটোরিকশা চালক নি*হ*ত: শিশুসহ ৩ জনের অবস্থা আ_শ-ঙ্কা_জনক সিলেটের বিভিন্ন পর্যটন এলাকায় পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজম উন্নয়নে পরিকল্পনা প্রণয়ন করা হবে সুরমা-কুশিয়ারা নদীর ভাঙ্গনে মারাত্মক ক্ষতিগ্রস্থ জকিগঞ্জবাসী, এবার দাবী আদায়ে সোচ্চার

দেখুন ডিম এর ভেতর কি ডিম ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব

  • প্রকাশের সময় রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ২০৪ বার পড়েছে
News
অনলাইন ডেস্ক :-


নারায়ণগঞ্জ থেকে ছয় ডিম ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব।তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৫হাজার ডিমবোঝাই পিকআপ ভ্যান।জব্দ করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত একটি বাস ও দেশীয় অস্ত্র।গতকাল রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।গ্রেফতাররা হলেন-ডাকাত দলের সরদার মুসা আলী(৪০)নাঈম মিয়া(২৪)শামিম(৩৫)রনি(২৬)আবু সুফিয়ান(২০)ও মামুন(২৪)।পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন,গত শুক্রবার রাতে রূপগঞ্জের ভুলতা গোলাকান্দাইল এশিয়ান হাইওয়েতে র‌্যাব-১১এর একটি দল টহল দিচ্ছিল।এ সময় একটি ডিমবোঝাই পিকআপের সন্দেহজনক গতিবিধি দেখে তাকে থামান র‌্যাব সদস্যরা। তখন পিকআপ থেকে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে কথাবার্তা ও আচরণে অসংলগ্নতা প্রকাশ পাওয়ায় তাদের তল্লাশি করা হয়।তাদের কাছ থেকে একটি চাপাতি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

র‌্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন বলেন,আটক দুজনকে জিজ্ঞাসাবাদে জানা যায়,তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা ডাকাতির উদ্দেশে একটি বাসে করে ভুলতা থেকে রূপসী যাওয়ার পথে এশিয়ান হাইওয়েতে ওই ডিমবোঝাই পিকআপের পিছু নেয়।একপর্যায়ে ভুলতা-রূপসী সড়কে পিকআপটির সামনে বাস দিয়ে রাস্তা আটকে পিকআপের গতিরোধ করে টার্গেট বাস্তবায়ন করে।র‌্যাব জানায়,১০-১২ জনের এই ডাকাত দলটি বেশ কয়েক বছর ধরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ,রূপগঞ্জ ও আড়াইহাজার এলাকায় বিভিন্ন মহাসড়কে নিয়মিত ডাকাতি করে যাচ্ছিল।র‌্যাব জানায়, নরসিংদী-সায়েদাবাদ সড়কে চলাচল করা যাত্রীবাহী একটি বাস দিয়ে রাতের বেলা ডাকাতি করে আসছিল চক্রটি।যুব কল্যাণ এক্সপ্রেস লিমিটেড নামে কোম্পানির একটি বাস ব্যবহার করে তারা ডাকাতি করত।মালিক ডাকাতির বিষয়ে না জানলেও এর চালক এবং সহকারী এর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত।আটক ছয়জনের মধ্যে বাকিরা বিভিন্ন পেশার আড়ালে এই ডাকাতিতে জড়িত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST