নিজস্ব প্রতিনিধিঃ
বর্তমান মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ’র ঘনিষ্ট ও বিশ্বস্থ রাজনৈতিক সহচর মিঠামইনের সাবেক উপজেলা চেয়ারম্যান, কিশোরগঞ্জের সাবেক পাবলিক প্রসিকিউটর ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব বর্তমান জেলা পরিষদের কর্ণধার এ্যাড.জিল্লুর রহমান জেলা পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে আবারো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগ সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়নের যৌথসভায় এডভোকেট জিল্লুর রহমানকে মনোনয়ন দেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।সভায় ৬১ টি জেলা পরিষদে চেয়ারম্যান পদে ৬১ জন আওয়ামী লীগ নেতাকে মনোনয়ন দেয়া হয়।
এদিকে সৎ, সজ্জন, বিনয়ী ও বঙ্গবন্ধুর ঘনিষ্ট রাজনৈতিক সহচর এডভোকেট জিল্লুর রহমানকে মনোনয়ন দেয়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন কিশোরগঞ্জের সকল স্থরের আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
এ ব্যাপারে এ্যাড,জিল্লুর রহমান গণমাধ্যমকে বলেন,নেত্রী আমাকে মূল্যায়ণ করায় কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি অবশ্যই আশাবাদী স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসেবে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।
Leave a Reply