নিজস্ব প্রতিনিধিঃ
ইটনায় সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১২ সেপ্টেম্বর) ইটনায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাফিসা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসমাইল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর,ওসি তদন্ত মোঃ আহসান হাবিবসহ উপজেলা পর্যায়ে কর্মরত সকল দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় আলোচনান্তে এমপি মহোদয়ের সাথে পরামর্শ করে ইটনা উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমাজের পীর মশায়েখ, আলেম- ওলামা,সনাতনীধর্মের সাধু-পুরোহিত, বৌদ্ধ ধর্মের ভ্রান্তেসহ, বীরমুক্তিযোদ্ধা, সকল জনপ্রতিনিধি, পেশাজীবি, সাংবাদিক, ছাত্র, যুব এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সম্প্রীতি কমিটির সদস্যদের নিয়ে সামাজিক- সম্প্রীতি সমাবেশ করার সিদ্ধান্ত নেয়া হয়।
আজকের এই সামাজিক সম্প্রীতি কমিটির সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও ইটনার একমাত্র রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজের কোন প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
Leave a Reply