শেখ মানিক,শিবপুর প্রতিনিধিঃ
মসজিদে গিয়ে জুমার নামাজের খুতবার আগে মাদক, বাল্যবিয়ে, কিশোর গ্যাংসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে জনসচেতনতা মূলক বক্তব্যে ঢাকা রেঞ্জে ‘শ্রেষ্ঠ বক্তা’ নির্বাচিত হয়েছেন নরসিংদীর শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাউদ্দিন মিয়া।
ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান এর উদ্যোগে মসজিদভিত্তিক এই বক্তব্যে অংশগ্রহণ করেন ঢাকা রেঞ্জের ৯৬ টি থানার ওসি।
গত সোমবার (১২ সেপ্টেম্বর) জেলা পুলিশ লাইন্স অডিটোরিয়ামে জুলাই/২২ মাসিক কল্যাণ সভায় মসজিদ ভিত্তিক আলোচনায় ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হওয়ায় উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ সালাউদ্দিন মিয়ার হাতে শ্রেষ্ঠ বক্তার সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply