মো.রুবেল মিয়া,সরাইল প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
সরাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে নাজমুল হােসেন, সাধারন সম্পাদক পদে শিউলী আজাদ এমপি, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ঠাকুর (রাব্বি) কে ঘোষণা দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ।
গত ১৪ সেপ্টেম্বর, বুধবার সকাল ১০টায় সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র,আ,ম, উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
সম্মেলনের প্রথম অধিবেশনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও সরাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম- আহ্বায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ।
এতে প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।এতে বিশেষ বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবর রহমান বাবুল।
সরাইল উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল হোসেনের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগ নেতা মোঃ মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর মেয়র হেলাল উদ্দিন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রফিক উদ্দিন ঠাকুরসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা- কর্মীরা।
সম্মেলন শেষে নতুন কমিটির সভাপতি পদে অ্যাডভোকেট নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক পদে সংরক্ষিত ৩১২ নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ ও সাইফুল ইসলাম ঠাকুর (রাব্বি)কে সাংগঠনিক সম্পাদক করে তিন সদস্যের উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা সদর আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
Leave a Reply