নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে কিশোরগঞ্জ জেলা কৃষক লীগ।
এ উপলক্ষে বুধবার (২৮সেপ্টেম্বর) বিকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে কেক কাটা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড.জিল্লুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক এড. আবু সাইদ ইমাম।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাকা উদ্দিন আহমেদ রাজন।
বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হাশেম মাস্টার, সাংগঠনিক সম্পাদক কায়সার আহমেদ লিংকন, আসাদুজ্জামান আসাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ আকবর খন্দকার, অর্থ সম্পাদক হুমায়ুন কবির, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, নির্বাহী সদস্য মাসুমা আক্তার, এহসানুল হক ফারুক, করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, শহর কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আল মামুন প্রমুখ।
আালোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্হ-সুন্দর জীবন ও দ্বীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম।
দোয়া শেষে মোমবাতি প্রজ্জ্বলন, কেক কাটা, মিষ্টি বিতরণের মাধ্যেমে শুভ জন্মাদিন উদযাপন করা হয়।
এ সময় জেলা কৃষক লীগ, উপজেলা কৃষকলীগসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
Leave a Reply