ইটনা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনার বড়িবাড়ি ইউনিয়ন কৃষকলীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বাদ জুমআ বড়িবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ের সামনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে ইটনা উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি পরিমল কুমার সাহা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি ও দৈনিক শতাব্দীর কন্ঠের সম্পাদক আহমেদ উল্লাহ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, কিশোরগঞ্জ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর, উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বড়িবাড়ি ইউনিয়ন কৃষকলীগের আগামী তিন বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। বড়িবাড়ি ইউনিয়ন কৃষকলীগের কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ সেলিম খান ও সাধারণ সম্পাদক রেজুয়ান আহম্মেদ। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অলি আহমেদ।
Leave a Reply