1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
গাছবাড়ী-হরিপুর সড়কের সংস্কার কাজ নিজ অর্থায়নে শুরু করেছেন মামুনুর রশীদ চাকসু সিলেট-০৫, (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে বিএনপির প্রচার-প্রচারনায় রয়েছেন ডজন খানেক প্রার্থী কানাইঘাটে ফেসবুকে জুলাই বিপ্লব নিয়ে কটুক্তি করায় ছাত্রলীগ নেতা রাদিম গ্রেফতার কানাইঘাট জাতীয়তাবাদী ফোরাম ইউকের কমিটি গঠন, বুলবুল সভাপতি-নাজমুল সম্পাদক সিলেটের জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ১৮টি ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিল করে স্থানীয়দের নামে বন্দবস্ত প্রদানের দাবীতে মানববন্ধন জৈন্তাপুরে সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সেবায় মেডিকেল ক্যাম্পেইন কর্মসূচি পালন জকিগঞ্জে বর-কনের গাড়ির ধা’ক্কা’য় অটোরিকশা চালক নি*হ*ত: শিশুসহ ৩ জনের অবস্থা আ_শ-ঙ্কা_জনক সিলেটের বিভিন্ন পর্যটন এলাকায় পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজম উন্নয়নে পরিকল্পনা প্রণয়ন করা হবে সুরমা-কুশিয়ারা নদীর ভাঙ্গনে মারাত্মক ক্ষতিগ্রস্থ জকিগঞ্জবাসী, এবার দাবী আদায়ে সোচ্চার

ভৈরবে ব্যবসায়ীকে অপহরণ করে পিটিয়ে আহতের ঘটনায় থানায় মামলা (হাওর টাইমস)

  • প্রকাশের সময় রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ২২৮ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ভৈরবে অহিদুর রহমান মুরাদ নামে এক পাদুকা ব্যবসায়ীকে জোরপূর্বক তুলে নিয়ে বেধড়ক পিটিয়ে পা ভাংগার ঘটনায় থানায় মামলা হয়েছে।

গত ২৭ সেপ্টেম্বর রাত আনুমানিক সোয়া দশটার দিকে ভৈরব শহরের কমলপুর নিউটাউন মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনার পরদিন ভুক্তভোগী ব্যবসায়ী মুরাদের বড় ভাই মোস্তাফিজুর রহমান ওয়াসিম বাদি হয়ে ভৈরব থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের পর ভৈরব থানা পুলিশ ওই ঘটনা আমলে নিয়ে ১অক্টোবর মামলাটি নথিভুক্ত করেন।
মামলা নং-১, তারিখঃ ১/১০/২০২২খ্রি।
ধারা-১৪৩/৩৪১/৩৬৫/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/১০৯/৫০৬ পেনাল কোড-১৮৬০ এ অভিযোগ আনা হয়।
মামলার নথিতে জানাগেছে, মামলার প্রধান অভিযুক্ত আসামী ভৈরব পৌর শহরের মনু বেপারীর বাড়ির বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী সৌরভের নির্দেশে ২নং অভিযুক্ত আসামী আঃ রউফের নেতৃত্ব অজ্ঞাতনা ৭/৮জন ব্যক্তি গত ২৭ সেপ্টেম্বর, মঙ্গলবার রাত আনুমানিক সোয়া ১০টার দিকে নিউটাউন মোড় থেকে মুরাদকে জোরপূর্বক তুলে নিয়ে ভয়ভীতি, খুনের উদ্দেশ্যে মারপিট করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়াসহ সাধারণ ও গুরুতর হাড় ভাঙ্গা জখম করেন।

এসময় ভিকটিমের ডাক চিৎকারে লোকজন এগিয়ে এসে অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যায়।
বর্তমানে পা ভাঙ্গা জখম নিয়ে আহত পাদুকা ব্যবসায়ী চিকিৎসাধীন রয়েছে।

থানায় অভিযোগ দায়ের ও মামলা এফআইআর হওয়ায় অভিযুক্ত প্রধান আসামী মোহাম্মদ আলী সৌরভ ও ২নং আসামি আঃ রউফসহ অন্যান্য অভিযুক্ত ও তাদের পক্ষের লোকজন বাদী ও তার পরিবারের লোকজনকে নানাভাবে ভয়ভীতি ও হত্যার হুমকি প্রদান করছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) মোঃ শাহ আলম মোল্লা জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST