তাড়াইল প্রতিনিধিঃ
জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি তাড়াইলের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
আজ মঙ্গলবার (৪ অক্টোবর) তার নির্বাচনী এলাকা তাড়াইল উপজেলার বিভিন্ন স্থানে অবস্থিত বেশ কয়েকটি পূজা মন্ডপের পরিদর্শণ করেছেন। দিনব্যাপি তিনি নেতা কর্মীদেরকে সঙ্গে নিয়ে পূজা মন্ডপ গুলো পরিদর্শণ করেন।
এ সময় তিনি পূজা উদযাপন কমিটির লোকজনদের সাথে কথা বলেন এবং তাদেরকে নির্বিঘ্নে পূজা অনুষ্ঠান পালন করার জন্য সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।
এমপি মুজিবুল হক চুন্নু পূজা মন্ডপে উপস্থিত হলে সব কয়টি মন্ডপে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় তার সঙ্গে ছিলেন, তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমীন, আমিরুল ইসলাম খান বাবলু ,উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহিন,শারমীন, তাড়াইল থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকি ,একেএস জামান সম্রাট , দামিহা ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর ভূইয়া,দিগদাইড় ইউপি চেয়ারম্যান আসাদ ভূইয়া ,সদর ইউপি চেয়ারম্যান সাঈম দাদ খান নওশাদ, রাজু শিকদার,আশরাফুল আলম রুবেল ও জাতীয় পার্টির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ
Leave a Reply