মো. নজরুল ইসলাম,নিজস্ব প্রতিনিধি:
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ অক্টোবর) সকালে পশ্চিম আলীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মেহরাব হেলথ কেয়ার এন্ড জেনারেল হসপিটালের সৌজন্যে ও ইউনিয়ন ফর সূপ্রীম সোসাল অ্যাডভান্সমেন্ট (ঊষা) এর পরিচালনায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমাজকর্মী আবু সাঈদের উপস্থাপনায় ও সহঃ স্বাস্থ্য পরিদর্শক মো. আলী আকবরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. উমর খসরু।
বক্তব্য রাখেন মেহরাব হেলথ কেয়ার এন্ড জেনারেল হসপিটালের স্বত্ত্বাধিকারী ও কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কনসালটেন্ট ডা. মো. নাজমুল হাসান ভূঁইয়া (সোহেল), মেহরাব হেলথ কেয়ার এন্ড জেনারেল হসপিটালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আনুয়ার শাহ, উপজেলা প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাগর, ইউনিয়ন ফর সূপ্রীম সোসাল অ্যাডভান্সমেন্ট (ঊষা)-এর সভাপতি হাসান মাহমুদ, ড্রাগ ইন্টার ন্যাশনাল এর প্রতিনিধি নান্নু আহমেদ, নাভানা ফার্মাসিউটিক্যালস এর প্রতিনিধি মোজনাবিন নাবিল প্রমূখ।
উক্ত মেডিকেল ক্যাম্পে প্রায় ৫০০ জনকে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষাসহ প্রায় ৪০০ জনকে ফ্রি চিকিৎসা প্রদান করা হয়।
Leave a Reply