বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ভৈরব উপজেলা সদস্য পদে ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও একজন প্রার্থী সংবাদ সম্মেলনের প্রার্থীতা প্রত্যাহার করেন। তাদের মধ্যে ঘুড়ি প্রতীক নিয়ে কাইসার আহমেদ ভূঁইঞা পান ৫১ ভোট এবং তালা প্রতীকে মো. জাকির হোসেনও সমসংখ্যক ভোট পান।
কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ভৈরবে সদস্য পদে সমান ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে লটারিতে বিজয়ী হয়েছেন মো. জাকির হোসেন কাজল । তিনি তালা প্রতীক নিয়ে ৫১ ভোট পেয়েছিলেন।
উল্লেখ্য যে জাকির হোসেন কাজল এর তালা মার্কাটিও ভৈরবের চার প্রার্থীর দাবি ছিল। পরে তালা মার্কাটিও লটারীর মাধ্যমেই পেয়েছিল বলে জানা যায়।
আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে সমান ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে লটারির আয়োজন করা হয়।
এ সময় জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মো. রাসেল শেখ, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম, দুই প্রার্থী ও তাদের সমর্থকেরা উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার সকাল ৯ টায় ভৈরব উপজেলা পরিষদ হলরুমে ভোটগ্রহণ শুরু হয়। পরে বেলা ২টায় ভোট শেষে নির্বাচন কমিশন জানায়, ভৈরবে সদস্য পদে ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে ঘুড়ি প্রতীক নিয়ে কাইসার আহমেদ ভূঁঞা পান ৫১ ভোট এবং তালা প্রতীকে মো. জাকির হোসেনও সমসংখ্যক ভোট পান। টিউবওয়েল প্রতীকে মো. সোলাইমান পেয়েছেন ৪ ভোট আর হাতি প্রতীকে মো. নাজির উদ্দিন পেয়েছেন ১ ভোট।
ভৈরব উপজেলার সাত ইউনিয়ন ও একটি পৌরসভায় ভোটার ১১১ জন। নির্বাচনে ১০৮ ভোটার ভোট দিয়েছেন।
Leave a Reply