এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন র্যাব-১৪ ময়মনসিংহের সিও অতিরিক্ত ডিআইজি মহিবুল ইসলাম খান।
বুধবার (১৯ অক্টোবর) দুপুরে ভৈরব র্যাব ক্যাম্পে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন ময়মনসিংহ র্যাব-১৪ এর সিও।
এসময় তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধী দের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, শীর্ষ সন্ত্রাসী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারী দের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
আগামীতে আরো ব্যাপক অভিযান পরিচালনার মাধ্যমে অপরাধ কর্মকাণ্ড কমিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেন।
বুধবার দুপুরে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পে অনুষ্ঠিত মতবিনিময়কালে উপস্থিত ছিলেন ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।
এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সময় টিভির ভৈরব প্রতিদিন মোঃ ফজলুর রহমান, জিটিভির ভৈরব প্রতিনিধি এম এ হালিম, একাত্তর টিভির ভৈরব প্রতিনিধি ফজলুল হক বাবু, দৈনিক সংবাদ প্রতিদিনের ভৈরব প্রতিনিধি মোঃ আব্দুর রউফ, দৈনিক নয়া শতাব্দীর ও বাংলার চোখের ভৈরব প্রতিনিধি এম আর রুবেল, এশিয়ান টিভির ভৈরব প্রতিনিধি আলহাজ্ব সজীব আহমেদ, আরটিভির ভৈরব প্রতিনিধি আল আমিন টিটু, মোহনা টিভির ভৈরব প্রতিনিধি মোঃ জামাল আহমেদ, ৭১ বাংলা টিভির ভৈরব প্রতিনিধি মিজানুর রহমান পাটোয়ারী,
মাইটিভির ভৈরব প্রতিনিধি মোঃ শাহনুর, দৈনিক অধিকারের ভৈরব প্রতিনিধি নাজির আলামিন, দৈনিক গৃহকোণের স্টাফ রিপোর্টার সোহানুর রহমান সোহান প্রমুখ।
Leave a Reply