মো. নজরুল ইসলাম,নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদার করণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত ও এমসিএইচ-সার্ভিসেস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামসুল আলমের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস।
বিশেষ অতিথি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক এস.এম. খাইরুল আলম, উপ-পরিচালক (এমসিএইচ) ও প্রোগ্রাম ম্যানেজার ডাঃ জাহাঙ্গীর আলম প্রধান, সহকারী পরিচালক ডাঃ হোসনা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেব, এমওসিসি (পঃ পঃ) কিশোরগঞ্জ ডাঃ হালিমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওমর খসরু, মেডিকেল অফিসার (ক্লিনিক) কিশোরগঞ্জ ডাঃ মোস্তাফিজুর রহমান ।
উম্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদুল মন্নাফ, কলমা ইউপি চেয়ারম্যান রাধাকৃষ্ণ দাস, দেওঘর ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন নবী, অষ্টগ্রাম প্রেসক্লাব সভাপতি দেবপদ চক্রবর্তী, উপজেলা প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাগর, স্বাস্থ্য সহকারী মুহা. রেশম খান প্রমুখ।
Leave a Reply