কাজী সামছুজ্জোহা মিলন,মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে বৃহস্পতিবার ২৭ অক্টোবর ইতিহাস,ঐতিহ্য ,সংগ্রাম, সাফল্যে ও গৌরবের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এছাড়া শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন করা হয়।
বিকেলে স্হানীয় বাসস্ট্যান্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখার যুগ্ন আহবায়ক ও প্রতিনিধি দলের সদস্য কাজী আব্দুস সোবহান এতে সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন ও এস এম হান্নান প্রমুখ।
আরোও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখার যুগ্ন আহবায়ক ও প্রতিনিধি দলের সদস্য সাহাদত হোসেন শান্ত, সদস্য চঞ্চল রহমান, সোহাগ হোসেন, এরশাদ আলী,খায়রুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মাষ্টার হাফিজুর রহমান জিল্লুর, সদস্য শিহাব রায়হান প্রমুখ।
সভার সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখার আহবায়ক কমিটির ১ নং সদস্য ও প্রতিনিধি দলের সদস্য কাজী সামছুজ্জোহা মিলন।
অন্যদের মধ্যে বক্তব রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মহাদেবপুর উপজেলা শাখার আহবায়ক শাকিল ইসলাম, যুগ্ন আহবায়ক গোলাম কিবরিয়া,১ নং সদস্য আতিকুর রহমান আতিক ও জাহাঙ্গীরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদল নেতা হানিফ মণ্ডল প্রমুখ
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার প্রচার সম্পাদক আমিন ইসলাম,, মহিলা বিষয়ক সম্পাদক রওশন জাহান,উপজেলা যুবদলের সদস্য সাজেদুল ইসলাম সাজ্জু,ইখতিয়ার উদ্দিন দুরন্ত,উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক বাপী কুমার মন্ডল রনি,,ছাত্রনেতা রহমত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী,ছাত্রদল,সেচ্ছাসেবক দল,মহিলা দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্হিত ছিলেন।
শেষে একটি আনন্দ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। সবশেষে কেক কাটা হয়।
Leave a Reply