সরাইল প্রতিনিধিঃ
কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র, শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) সকালে সরাইল থানা হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি সরাইল থানার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরাইল থানায় এসে র্যালীটি শেষ হয়। উক্ত র্যালীতে অংশ গ্রহণ করেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ, সরাইল থানা কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
পরে এ উপলক্ষ্যে সরাইল থানার সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল সরকারি কলেজ এর অধ্যক্ষ ও কমিউনিটি পুলিশিং থানা সমন্বয় কমিটির আহবায়ক মৃধা আহমাদুল কামাল প্রমূখ।
Leave a Reply