বিশেষ প্রতিনিধিঃ
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুন্দর ও সুষ্ঠু ভাবে কিশোরগঞ্জের কুলিয়ারচরে “বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজিঃ নং-১২০৬৮)’র নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৪১নং কুলিয়ারচর বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ৪২০ ভোটের মধ্যে ৩০৮ ভোট কাস্ট হয়। এতে সভাপতি পদে লুৎফুল আজাদ সোহেল ১৫৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নয়ন চন্দ্র দাস পেয়েছেন ১৪৯ ভোট। সাধারণ সম্পাদক পদে মাহবুবুর রহমান ১৮৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম পেয়েছেন ১১৭ ভোট। নির্বাচনের আগে বিনা প্রতি দ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. কামরুল হাসান।
এ নির্বাচনে রিটার্নিং অফিসার ও প্রধান নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন শিক্ষক মোহাম্মদ শাফি উদ্দিন সোহেল।
প্রিজাইটিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন কুলিয়ারচর সোনালী ব্যাংক লিমিটেড এর সিনিয়র অফিসার রাজিব কুমার দাস। সহকারী প্রিজাইটিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক কামরুন্নাহার।
Leave a Reply