1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ (১৯ বিজিবি) এর অভিযানে ভারতীয় মদ, মহিষ ও চিনি আটক অধ্যাপক জাকি মোস্তফা টুটুল এর আর্থিক সহযোগিতায় কানাইঘাটে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত কানাইঘাট-জকিগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসর এম ফরিদ উদ্দিন তারেক রহমান : দূরদর্শী ও দেশপ্রেমিক রাজনীতির কীর্তিময় এক অনন্য নাম আটগ্রাম-কালিগঞ্জ সড়কে বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর নামফলক ভেঙে ফেলল দুর্বৃত্তরা মাহে রমজান উপলক্ষে সকল মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসার এম. ফরিদ উদ্দিন সমাজে সমমর্যাদা প্রতিষ্ঠায় অদম্য নারীরা ভূমিকা রাখছেন- কেয়া খান কানাইঘাটের পরিস্থিতিকে শান্ত করতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে খেলাফত মজলিসের সভা জকিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুজন আহমদ গ্রেফতার সিলেটে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত

ভৈরবে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে লিও ডে পালিত (হাওর টাইমস)

  • প্রকাশের সময় বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ১৪৮ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

ভৈরবে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে লিও ডে পালিত হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল এর সহযোগী সংগঠন লিও জেলা ৩১৫-বি-১ এর লিও ক্লাব অব ভৈরব এরিস্ট্রোক্রেটের আয়োজনে এ দিবসটি পালন করা হয়।

দিবসটির উপলক্ষে দিনব্যাপী কর্মসূচীতে ভৈরব পৌরসভা চত্বরে বৃক্ষ রোপন ও  ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড়ে ডেংগু ও ডাইবেটিস এর ওপর জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়। পরে সন্ধ্যায় ভৈরবের একটি অভিজাত রেস্টুরেন্টে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লিও ক্লাব অব ভৈরব এরিস্ট্রোক্রেট এর চার্টাড প্রেসিডেন্ট লিও শিফা ইস্তেগার জিনিয়া’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন লিও জেলা ৩১৫-বি১ এর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও মহীউদ্দীন মাহি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিও জেলা ৩১৫-বি৪ এর রিজিওয়ন ডিরেক্টর লিও বোরহান উদ্দিন সাকিব।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি বলেন সারাবিশ্বে ৫ ডিসেম্বর এই দিনটিকে সেচ্ছাসেবীদের দিবস হিসেবে পালিত হয়। সমাজের অসহায় মানুষের জন্য তারা বিনাস্বার্থে সেচ্ছাশ্রম দিয়ে থাকে। তিনি এই সকল সেচ্ছাসেবীদের সফলতা কামনা করেন।

এছাড়া ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও মহীউদ্দীন মাহি লিও ক্লাব অব ভৈরব এরিস্ট্রোক্রেট এর চার্টাড প্রেসিডেন্ট লিও শিফা ইস্তেগার জিনিয়াকে আগামী ২০২২-২০২৩ সেবাবর্ষের কমিটিতে রিজিওয়ন ডিরেক্টর নির্বাচিত করেন।

তিনি লিও শিফা ইস্তেগার জিনিয়া রিজিওয়ন ডিরেক্টর নির্বাচিত হওয়ায় তার জন্যে শুভকামনা ও শুভেচ্ছা জানান।

পরে ক্লাবের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অন্যান্য লিও সদস্যরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিল সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আলাল উদ্দিন, নিরাপদ সড়ক চাই ও বাংলাদেশ মানবাধিকার এর মহিলা সম্পাদিকা সাবিনা ইয়াসমিন, ভৈরব রিপোর্টাস ইউনিটির ভাইস প্রেসিডেন্ট জাকির হোসেন এবং জান্নাত রেস্টুরেন্টে এন্ড রিসোর্টের জিএম বিল্লাল প্রমুখ।

এছাড়া লিও ক্লাব অব ভৈরব এরিস্ট্রোক্রেট এর চার্টাড সেক্রেটারি লিও গোলাম মোহাম্মদ সাবাব, জয়েন্ট সেক্রেটারি লিও আবির মাহমুদ হিরা, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লিও নাজমুল, ভাইস প্রেসিডেন্ট লিও শাতিল খান, চার্টাড ট্রেজারার লিও গোলাম মোহাম্মদ সাওকি, জয়েন্ট ট্রেজারার লিও মাহিন মাহমুদ, জয়েন্ট টেইল টু স্টার জহিরুল ইসলাম জয়, জয়েন টেমার লিও সৌরভ, আইটি সার্পোট কো-অর্ডিনেটর লিও তানজিল সরকারসহ আরো অনেকে ।

আলোচনা সভা শেষে কেক কেটে লিও ডে উদযাপন করা হয়। পরে চার্টাড প্রেসিডেন্ট লিও শিফা ইস্তেগার জিনিয়া’র বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST