এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধি :
কিশোরগঞ্জের ভৈরবে বেগম রোকেয়া দিবস পালন ও জয়িতা সংবর্ধনা দেয়া হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে ভৈরব উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে বঙ্গবন্ধু মিলনায়তনে আলোচনা সভা শেষে জয়িতাদের সংবর্ধিত করা হয়।
সমাজে বিভিন্ন শ্রেণিতে অবদান রাখায় ৫ জয়ীতাকে ক্রেস্টসহ বিভিন্ন পুরস্কার দেয়া হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন্নাহার তাসনিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।
বিশেষ অতিথি ছিলেন, ভৈরব পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেনু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, কৃষি কর্মকর্তা আকলিমা বেগম, ভৈরব থানার ইন্সপেক্টর (অপারেশন) মো: কাউসার আহমেদ, জনসংখ্যা কর্মকর্তা মাসুদ আহমেদ প্রমুখ ।
বক্তারা বলেন, নারীদের উন্নয়নে ভৈরব উপজেলা প্রশাসন নিরলস কাজ করছে এবং প্রশাসন অর্থনৈতিকভাবে সহযোগিতা করে যাচ্ছে নারীদের। সকল প্রকার সহযোগিতা ধারাবাহিক ভাবে নারীদের উন্নয়নে করা হবে।
Leave a Reply