মোঃ আলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ
সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে অধঃস্তন আদালতের বিচারকদের মধ্যে ছয়টি ক্যাটাগরিতে এই প্রথমবারের মতো প্রবর্তিত প্রধান বিচারপতি পদক (পুরস্কার) তুলে দেন।
দলগত ভাবে এ পদক পেয়েছেন ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালত। ময়মনসিংহ বিচার বিভাগের প্রধান হিসেবে সিনিয়র জেলা ও দায়রা জজ,বর্তমানে কুমিল্লায় কর্মরত ভৈরবের কৃতিসন্তান নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার শুভানুধ্যায়ী মোঃ হেলাল উদ্দিনের হাতে ২২ ক্যারেট ১৬গ্রাম স্বর্ণের পদক ও ৫ লাখ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অন্য আরো পাচটি ক্যাটাগরিতে ব্যাক্তিগত ভাবে পদকপ্রাপ্তদের হাতেও পুরস্কার সহ দুই লাখ টাকার চেক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, আইন মন্ত্রী আনিসুল হক, আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, ভারত সুপ্রিম কোর্টের বিচারপতি মুকেশ কুমার রাসিক ভাই, বাংলাদেশের অ্যার্টনী জেনারেল এ এম আমিন উদ্দিন।
Leave a Reply