1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ (১৯ বিজিবি) এর অভিযানে ভারতীয় মদ, মহিষ ও চিনি আটক অধ্যাপক জাকি মোস্তফা টুটুল এর আর্থিক সহযোগিতায় কানাইঘাটে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত কানাইঘাট-জকিগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসর এম ফরিদ উদ্দিন তারেক রহমান : দূরদর্শী ও দেশপ্রেমিক রাজনীতির কীর্তিময় এক অনন্য নাম আটগ্রাম-কালিগঞ্জ সড়কে বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর নামফলক ভেঙে ফেলল দুর্বৃত্তরা মাহে রমজান উপলক্ষে সকল মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসার এম. ফরিদ উদ্দিন সমাজে সমমর্যাদা প্রতিষ্ঠায় অদম্য নারীরা ভূমিকা রাখছেন- কেয়া খান কানাইঘাটের পরিস্থিতিকে শান্ত করতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে খেলাফত মজলিসের সভা জকিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুজন আহমদ গ্রেফতার সিলেটে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত

কুলিয়ারচরে বিতর্কিত প্রধান শিক্ষক সেলিম মাষ্টারের যোগদান প্রক্রিয়া বাতিলের দাবিতে মানববন্ধন (হাওর টাইমস)

  • প্রকাশের সময় শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১১২ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের দড়িগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত থাকা অবস্থায় বরখাস্তকৃত ও বিতর্কিত সাবেক প্রধান শিক্ষক সেলিম মাষ্টার পূনরায় ওই বিদ্যালয়ে যোগদান করতে যাচ্ছে এমন সংবাদ পেয়ে এলাকাবাসী তাঁর যোগদান প্রক্রিয়া বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ।

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে এলাকাবাসীর ব্যানারে দড়িগাঁও ৪৩নং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও সাবেক মেম্বার মোঃ মহর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভা ও মানববন্ধনে সাবেক প্রধান শিক্ষক বিতর্কিত সেলিম মাষ্টার উক্ত বিদ্যালয়ে যোগদান প্রক্রিয়া শুরু হয়েছে এমন সংবাদ পেয়ে তাঁর যোগদান বাতিলের দাবিতে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির বর্তমান সভাপতি মোঃ মনিরুজ্জামান মোস্তাক, বিদ্যালয়ের পিটিআই কমিটির সভাপতি মোঃ কামাল উদ্দিন ও সাবেক মেম্বার মোঃ রোমান মিয়া প্রমুখ।

বক্তারা বলেন বিতর্কিত এ সেলিম মাষ্টার ২০০৭ সালের ১৮ এপ্রিল দড়িগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০০৯ সালের ১০ ফেব্রুয়ারি বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে বিদায় দিয়ে বিকেলে ৫ শ্রেণীর এক ছাত্রীকে পুরাতন বই পালটিয়ে নতুন বই দেওয়ার কথা বলে বিদ্যালয়ের পুরাতন ভবনের দু’তলায় নিয়ে যৌন হয়রানি করে। এ ঘটনা বিদ্যালয়ের অপর এক শিক্ষার্থী দেখে ফেলায় বিষয়টি গোটা এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় নিন্দার ঝড় উঠে।

এক পর্যায়ে সেলিম মাষ্টারের বিরুদ্ধে মামলা হয় এবং ওই মামলায় পুলিশ তাকে নরসিংদীর রায়পুরা এলাকা থেকে গ্রেফতারে করে কিশোরগঞ্জ আদালতে পাঠায়।পরে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। এই ঘটনার জন্য সেলিম মাষ্টারকে উর্ধতন কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত করে। সেলিম মাষ্টারের বিরুদ্ধে ২০০৮,২০০৯ ও ২০২০ সালের শিক্ষার্থীদের সাথে একাধিক যৌন হয়রানি করার অভিযোগ রয়েছে। সাময়িক বরখাস্তকৃত সেলিম মাষ্টার সম্পতি
মামলার বাদীর সাথে আপোষ মিমাংসার মাধ্যমে মামলা নিষ্পত্তি করে পুনরায় এ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করতে যাচ্ছে এমন সংবাদ দড়িগাঁও এলাকায় ছড়িয়ে পড়লে উক্ত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও এলাকাবাসী সম্মেলিত ভাবে বিতর্কিত সেলিম মাষ্টারের দড়িগাঁও সরকারী বিদ্যালয়ে যোগদান প্রক্রিয়া বাতিলের দাবিতে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করে।

বক্তাদের এক দাবি-সেলিম মাষ্টারের মামলা শেষ করে নির্দোষ প্রমাণিত হয়ে থাকলে সে অন্য যেকোন বিদ্যালয়ে গিয়ে যোগদান করুক দড়িগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কেন? বিতর্কিত এ মাষ্টার যাতে এ বিদ্যালয়ে যোগদান করতে না পারে এর জন্য উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন বক্তারা।

এ ব্যাপারে সেলিম মাষ্টারের সাথে তার মুঠোফোনে সাংবাদিকদের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার কর্তৃপক্ষ আমাকে যেখানে দেয় সেখানেই যেতে হবে। তবে দড়িগাঁও সরকারী প্রথমিক বিদ্যালয়ে যোগদানের বিষয়ে জানতে চাইলে তিনি এ প্রসঙ্গ এড়িয়ে যান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST