1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
গাছবাড়ী-হরিপুর সড়কের সংস্কার কাজ নিজ অর্থায়নে শুরু করেছেন মামুনুর রশীদ চাকসু সিলেট-০৫, (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে বিএনপির প্রচার-প্রচারনায় রয়েছেন ডজন খানেক প্রার্থী কানাইঘাটে ফেসবুকে জুলাই বিপ্লব নিয়ে কটুক্তি করায় ছাত্রলীগ নেতা রাদিম গ্রেফতার কানাইঘাট জাতীয়তাবাদী ফোরাম ইউকের কমিটি গঠন, বুলবুল সভাপতি-নাজমুল সম্পাদক সিলেটের জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ১৮টি ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিল করে স্থানীয়দের নামে বন্দবস্ত প্রদানের দাবীতে মানববন্ধন জৈন্তাপুরে সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সেবায় মেডিকেল ক্যাম্পেইন কর্মসূচি পালন জকিগঞ্জে বর-কনের গাড়ির ধা’ক্কা’য় অটোরিকশা চালক নি*হ*ত: শিশুসহ ৩ জনের অবস্থা আ_শ-ঙ্কা_জনক সিলেটের বিভিন্ন পর্যটন এলাকায় পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজম উন্নয়নে পরিকল্পনা প্রণয়ন করা হবে সুরমা-কুশিয়ারা নদীর ভাঙ্গনে মারাত্মক ক্ষতিগ্রস্থ জকিগঞ্জবাসী, এবার দাবী আদায়ে সোচ্চার

ফরিদপুরে মঞ্চস্থ হলো দর্শকনন্দিত নাটক সাইরেন (হাওর টাইমস)

  • প্রকাশের সময় শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ১১৯ বার পড়েছে

মোঃ আলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরে মঞ্চস্থ হলো দর্শকনন্দিত ওয়াহিদ বিন-সিরাজের রচনা ও নির্দেশনায় নাটক সাইরেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ফরিদপুর কবি জসীমউদ্দীন হলে মঞ্চস্থ হলো বাংলা থিয়েটারের ২৩তম প্রযোজনার ৬ষ্ঠ প্রদর্শনীর নাটক সাইরেন।

জেলখানার তিন চিহ্নিত কয়েদীর পাশাপাশি একজন মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামীকে কেন্দ্র করেই এ নাটকের ঘটনাচক্র আবর্তিত। মুলত সাইরেন একটি জীবনমুখী নাটক। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রঘু- নিত‍্য রবি দাস, কোরবান আলী-সহিদ চিশতী, লিটু-এস এম আল ইমরান, জেলার-আনিসুর রহমান, কারারক্ষী-মুক্তাদিরুল ইসলাম সিফাত, রোশনীবাঈ-ডীমকুন্ডু,কোরবান তরুণ -বিজয় কুমার দাস, ডিলার (১) সাজিদ বিন সিরাজ, ডিলার (২) আফজাল হোসেন, ডেভিলঃ ওয়াহিদ বিন সিরাজ, মোহসেনা খানম- বনলতা সরকার, আমজাদ ভাই- মিঠুন হোসাইন,পরী- তিতলী হোসেন ও আতাউর মাস্টার – ওয়াহিদ বিন সিরাজ।

এছাড়াও আবহসংগীতে-এস এম আল ইমরান, কোরিওগ্রাফি-বেলায়েত হোসেন, সংগীত প্রয়োগ-ইউ এন প্রিন্স অঙ্গ সজ্জায় ছিলেন কাবেরী আক্তার ও জাহাঙ্গীর মন্ডল। সার্বিক ব‍্যবস্থাপনায় ছিলেন মিঠুন হোসাইন।

নাটকের শেষে মঞ্চে এসে প্রতিক্রিয়া ব‍্যক্ত করেন, সিরাজী ই কবির খোকন, সাধারণ সম্পাদক সম্মিলিত সাংস্কৃতিক জোট, ফরিদপুর, অধ্যাপক রিজভী জামান সভাপতি খেয়ালী নাট্য সম্প্রদায় ফরিদপুর, আবু সুফিয়ান চৌধুরী কুশল, সাধারণ সম্পাদক, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা, নুসরাত তানিয়া, সাধারণ সম্পাদক মহিলা আওয়ামীলীগ, ফরিদপুর জেলা শাখা, ওয়াহিদ বিন সিরাজ তাসভী নাট্যকারও নির্দেশক বাংলা থিয়েটার ফরিদপুর,আনিসুর রহমান, সভাপতি বাংলা থিয়েটার ফরিদপুর। তারা তাদের বক্তব্যে বলেন, নাটকটিতে আমরা বাস্তবজীবনের সাথে মিল খুজেঁ পেয়েছি। বক্তরা আরো বলেন জনসংখ্যার আনুপাতে নাটকে দর্শকের সংখ্যাও কম তাই শুধুমাত্র দর্শনীর বিনিময় একটি মঞ্চায়নের খরচ তুলে আনা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। তাই সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতা প্রয়োজন, সরকারি প্রণোদনা দরকার, আর্থিক সংকট ও পৃষ্ঠপোষকতায় পেলে আরো ভালো নাটক মঞ্চস্থ করা যাবে।

থিয়েটার সভাপতি মোঃ আনিসুর রহমান তার প্রতিক্রিয়ায় বলেন নাটক হলো আমাদের ভালোবাসা আমাদের সত্বা এটা মধ‍্য দিয়েই আমরা আমদের ভাবনা প্রকাশ করতে চাই এই জন‍্য ফরিদপুরের সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা চাই। উল্লেখ্য বাংলা থিয়েটার ইতিপূর্বে দেশের বিভিন্ন স্থানে প্রচুর দর্শকনন্দিত নাটক মঞ্চস্থ করে অনেক খ‍্যাতি ও সম্মাননা অর্জন করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST