শাফায়তে নাজমুল, কশিোরগঞ্জ থেকেঃ
ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গত শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি মোড়ে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে কিশোরগঞ্জ ১ ( কিশোরগঞ্জ সদর- হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি প্রধান অতিথি হিসেবে এক বিশাল জনসভায় উপস্থিত ছিলেন।
সভায় এমপি জনমানুষের ঢল দেখে আবেগে তার বক্তব্যে বলেন, আমার বাবা নাই আমার মা নাই আমি এতিম। সব ছেড়ে আপনাদের মাঝে এসেছি। আপনারা আমাকে যে আপন করে নিয়েছেন এজন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা এতিমের পাশে থেকেছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
তিনি বলেন, আপনাদেরকে দেবার মতো আমার ভালোবাসা ছারা আর কিছুই নাই, আজ শুধু এটুকুই দিয়ে গেলাম। এমপির এসব আবেগ ঘন কখা শুনে সভায় হাজারো মানুষ কেঁদে ফেললো। চোখের পানি ঝরলো বিন্নাটি মোড়ের আশপাশের ব্যরসায়ীদেরও। এমপির কথা শুনার জন্য সভাস্থলসহ আশপাশের রাস্ত্মায় হাজারো সাধারন মানুষ এসে ভির করে।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহা সড়কে। পদ্মা সেতু মেট্রোরেল, কর্ণফুলী টানেল দেশ এখন সাফল্যের চূূূূড়ায়। হাজার হাজার রাস্ত্মা, ব্রীজ কালভার্ট দেশের প্রতিটি জায়গায় উন্নয়নের ছোঁয়া। জনসভায় তিনি আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অব্যহত রাখার আহবান জানান।
বিন্নাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আজহারূল ইসলাম বাবুল এর সভাপতিত্বে এসময় সভায় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, জেলা আওযামীলীগের সহ-সভাপতি এডভোকেট শেখ নূরম্নন্নবী বাদল, যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট আবু সাইদ ইমাম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বাদল রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম জাহান, শফিকুল হক গনি ঢালী লিমন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শরীফুল ইসলাম শরীফ, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সৈয়দ আফাকুল ইসলাম নাটু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছারাও জনসভায় তৃণমুল পর্যায়ের বিপুল সংখ্যক দলীয় নেতা- কর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply