মোঃ আলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ
বৈষম্যহীন পৃথিবী গড়তে এগিয়ে আসুন এক মুঠো আস্থা নিয়ে এই স্লোগানকে সামনে রেখে ভৈরবের বেশ কিছু উদ্যামী তরুণ তরুণীদের নিয়ে গঠিত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “এক মুঠো আস্থা”র পক্ষ থেকে ২ প্রবাসী সমাজকর্মীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ভৈরব জান্নাত রেস্টুরেন্ট এন্ড রিসোর্টে ভৈরব ও আব্দুল্লাহপুরের দুই প্রবাসী সমাজকর্মীকে সংবর্ধিত করা হয়।
সংবর্ধিতরা হলেন ইতালি ভেনিস প্রবাসী কিশোরগঞ্জ জেলা সমিতি ভেনিস এর সাধারণ সম্পাদক ও আব্দুল্লাহপুর আঞ্চলিক সমিতি ভেনিস এর সিনিয়র সহ-সভাপতি ফখরুল চৌধুরী ও ভৈরবের কৃতিসন্তান কিশোরগঞ্জ জেলা সমিতি ভেনিস এর ১নং যুগ্ম সম্পাদক ও ভৈরব পরিষদ ভেনিস এর সিনিয়র সহ সভাপতি সমাজকর্মী হাজী মোঃ রাশিদ ভুইয়া।
এ সময় উপস্থিত ছিলেন একমুঠো আস্থার সংগঠনের উপদেষ্টা নিরাপদ সড়ক চাই (নিসচা)’র সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ’র নির্বাহী সদস্য মোঃ কবিরুজ্জামান রুমান, সাবেক পৌর কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন, বেক্সিমকো ফার্মার ভৈরব ডিপোর সহকারী ব্যবস্থাপক মোঃ জাকির হোসেন, মোঃ খুরশিদ আলম,মোঃ শাহ আলম, সংগঠনের মুল উদ্যাক্তা নিসচার প্রচার সম্পাদক দোলন আক্তার সাধনা, সাব্বির আহমেদ,ফজলে রহমান জয় ও তৌফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা সামাজিক সেচ্ছাসেবী সংগঠন এক মুঠো আস্থা সংগঠনটির বিভিন্ন সময় মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং এর সাথে সংশ্লিষ্ট তরুণ তরুণীদের ধন্যবাদ ও অভিনন্দন জানান।
সংবর্ধিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন দেশের যে কোন দুর্যোগে এবং মানবিক কর্মকান্ডে আমরা প্রবাসীরা আগের মতোই অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত থাকবে। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ভৈরবের কৃতিসন্তান মানবতার ফেরিওয়ালা কিশোরগঞ্জ ভেনিস এর সভাপতি ও সংগঠনের উপদেষ্টা মোবারক হোসেন। আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
Leave a Reply