নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ একাংশ) আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আতিকুর রহমান মতবিনিময় সভা ডেকে এলাকাবাসীকে ভূরিভোজ করিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকার জাহানপুরে ২১টি গরু জবাই করে ভূরিভোজের ব্যবস্থা করেন তিনি।
সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮-এর ১০(চ) বিধিতে বলা হয়েছে, কোনো রাজনৈতিক দল বা মনোনীত ব্যক্তি বা স্বতন্ত্র প্রার্থী বা তাঁদের পক্ষে কোনো ব্যক্তি নির্বাচনী ক্যাম্পে ভোটারদের কোনো ধরনের কোমল পানীয় বা খাদ্য পরিবেশন বা কোনো ধরনের উপঢৌকন প্রদান করতে পারবেন না।
Leave a Reply