সিলেটের কিনব্রিজের মেরামতকাজ শুরুর প্রায় চার মাস পর উন্মুক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে সেতুটি দিয়ে আনুষ্ঠানিকভাবে রিকশা, পথচারী ও লোকজন পারাপার শুরু হয়েছে। কিনব্রিজটি উন্মুক্ত করতে গতকাল বুধবার সন্ধ্যায় দুই পাশে পথ রোধ করে রাখা টিনের বেড়া অপসারণ করা হয়।
মোটরযান যাতে চলাচল করতে না পারে, সে জন্য দুই পাশে খুঁটি বসানোর উদ্যোগ নিচ্ছে কিনব্রিজের তদারককারী প্রতিষ্ঠান সিলেটের সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। ব্রিজ দিয়ে মোটরযান চলাচল বন্ধ রাখার কথা জানালেও আজ বৃহস্পতিবার সকাল থেকে পথচারীদের পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার রাতে সেতুর দুই পাশে খুঁটি বসানোর ব্যবস্থা করা হবে। তখন সিএনজিচালিত অটোরিকশা ও ইঞ্জিনচালিত যানবাহন চলাচল করতে পারবে না।
Leave a Reply