নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালিত হয়েছে ।
একুশের প্রথম প্রহরে সরকারি গুরুদয়াল কলেজের কেন্দ্রিয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সব শ্রেণি পেশার মানুষ।
প্রথম প্রহরে ফুল হাতে শহীদ মিনারে জনতার ঢল নামে। প্রথমে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, পরে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ,জেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, গুরুদয়াল সরকারি কলেজ, আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি, বাসদ, গণতন্ত্রী পার্টি, জেলা পাবলিক লাইব্রেরিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ভোর বেলায় প্রভাতফেরি করে বিভিন্ন সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
এ উপলক্ষে জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক,
প্রতিষ্ঠান,রাজনৈতিক দল আলোচনা সভা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।
Leave a Reply