বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে সোনা মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে পরিকল্পিত খুন করার অভিযোগ উঠেছে। নিহত সোনা মিয়া ভৈরব পৌর এলাকার কমলপুর নিউটাউন এলাকার মৃত আব্দুল করিম মিয়া’র ছেলে। সোনা মিয়ার পরিবারের পক্ষ থেকে এ খুনের অভিযোগ উঠেছে।
গত ২১ ফেব্রুয়ারী মঙ্গলবার ভোর রাতে নিউটাউন এলাকায় একটি বাড়িতে এ ঘটনাটি ঘটে।
ভৈরব থানা পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তার মরদেহ কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেছে।
নিহতের বড় ভাই হাবিব মিয়া গণমাধ্যম কর্মীদের বলেন, সোমবার সন্ধ্যায় আমার ভাই সোনা মিয়া কাশিমপুর কারাগার থেকে মুক্ত হয়ে বাড়িতে আসে। রাতে তার সহযোগী শামীম মিয়ার সাথে ঘুরতে যায়। ভোর রাতে আমরা খবর পাই সোনা মিয়া একটি বাড়িতে পড়ে আছে। গিয়ে দেখতে পাই সোনা মিয়ার মাথা দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। আমরা তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম সাংবাদিকদের বলেন, মঙ্গলবার ভোর রাত ৪ টার দিকে খবর পাই সোনা মিয়া নামে একজন খুন হয়েছে। সোনা মিয়া একজন মাদক সেবী ও মাদক ব্যবসায়ী ছিল। বেশ কিছুদিন কারাবাসের পর আগের দিন সন্ধ্যায় কাশিমপুর কারাগার থেকে বের হয়ে সে বাড়িতে ফিরে। ওইদিন দিবাগত রাতেই সোনা মিয়া একটি বাড়িতে খুন হয়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply