1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ (১৯ বিজিবি) এর অভিযানে ভারতীয় মদ, মহিষ ও চিনি আটক অধ্যাপক জাকি মোস্তফা টুটুল এর আর্থিক সহযোগিতায় কানাইঘাটে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত কানাইঘাট-জকিগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসর এম ফরিদ উদ্দিন তারেক রহমান : দূরদর্শী ও দেশপ্রেমিক রাজনীতির কীর্তিময় এক অনন্য নাম আটগ্রাম-কালিগঞ্জ সড়কে বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর নামফলক ভেঙে ফেলল দুর্বৃত্তরা মাহে রমজান উপলক্ষে সকল মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসার এম. ফরিদ উদ্দিন সমাজে সমমর্যাদা প্রতিষ্ঠায় অদম্য নারীরা ভূমিকা রাখছেন- কেয়া খান কানাইঘাটের পরিস্থিতিকে শান্ত করতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে খেলাফত মজলিসের সভা জকিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুজন আহমদ গ্রেফতার সিলেটে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় প্রেসক্লাবের সামনে দৈনিক দিনকাল খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ (হাওর টাইমস)

  • প্রকাশের সময় মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৯ বার পড়েছে

ঢাকা প্রতিনিধিঃ

ঠুনকা অভিযোগে দৈনিক দিনকাল পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়েছে দাবি করে দৈনিক দিনকাল খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিক নেতারা।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন
(বিআরজেএ)’র আয়োজনে দৈনিক দিনকালের ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এ কথা ব‌লেন সাংবা‌দিক নেতারা।

এসময় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী বলেন, আমরা বারবার কর্মসূচি দেওয়ার প‌রও এই সরকার কানে পানি দিচ্ছে না। কোনও ঠুনকো অভিযোগ দিয়ে দৈনিক দিনকাল বন্ধ করে পার পাওয়া যাবে না। গণতন্ত্র ফিরিয়ে আনতে দৈনিক দিনকাল খুলে দিতে হবে।

ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিকদের নির্যাতন ও হয়রানি করে যাচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, সরকার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য বিভিন্ন কালা কানুন আইন বাস্তবায়ন করছে। যতদিন দৈনিক দিনকাল, আমার দেশ খুলে দেওয়া না হবে, সাংবাদিক নির্যাতন বন্ধ করা না হবে, ততদিন আন্দোলন চলবে।

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আব্দুল্লাহ বলেন, দৈনিক দিনকাল পত্রিকা বন্ধ হয়েছে সরকারের ঊর্ধ্বতন মহলের ইঙ্গিতে। গণমাধ্যমকে খুন করে হাজারো কর্মীকে রাস্তায় বসিয়ে দেওয়া হয়েছে। এই সরকারের হাতে খুনের শিকার হয়েছে দৈনিক দিনকাল। আগামী নির্বাচনকে সামনে রেখেই দৈনিক দিনকাল বন্ধ করা হয়েছে।

দৈনিক দিনকাল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, যখনই ফ্যাসিবাদী পতন সন্নিকটে আসে তখনই তারা অপরাধ-দুর্নীতিতে লিপ্ত হয়।

ঢাকা সাংবা‌দিক ইউ‌নিয়‌নের সভাপ‌তি কাদের গনি চৌধুরী বলেন, সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই অবিলম্বে সকলবন্ধ মিডিয়া খুলে দেওয়া হোক। যেসব সাংবাদিক হত্যার শিকার হয়েছেন তাদের বিচার করুন। সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিন, তা না হলে সাংবাদিকরা বাধ্য হয়ে সরকার পতনের আন্দোলন শুরু করবে।

ক‌বি আব্দুল হাই সিকদার বলেন, অন্যায় অত্যাচার-অবিচার থেকে দেশকে বাঁচানোর সময় এসেছে। আওয়ামী লীগ দেশকে ধ্বংস করছে, গণতন্ত্র এবং মানবাধিকারকে হত্যা করেছে। চ্যানেল ওয়ান বন্ধ করেছে, দিগন্ত টিভি বন্ধ করেছে। মাহমুদুর রহমানের মত সাংবাদিককে নির্মমভাবে নির্যাতন করেছে।

সংগঠনের সভাপতি সাখাওয়াৎ হোসেন ইবনে মইন চৌধুরীর সভাপ‌তি‌ত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল আমিন রোকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, এম এ আজিজ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST