1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ (১৯ বিজিবি) এর অভিযানে ভারতীয় মদ, মহিষ ও চিনি আটক অধ্যাপক জাকি মোস্তফা টুটুল এর আর্থিক সহযোগিতায় কানাইঘাটে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত কানাইঘাট-জকিগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসর এম ফরিদ উদ্দিন তারেক রহমান : দূরদর্শী ও দেশপ্রেমিক রাজনীতির কীর্তিময় এক অনন্য নাম আটগ্রাম-কালিগঞ্জ সড়কে বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর নামফলক ভেঙে ফেলল দুর্বৃত্তরা মাহে রমজান উপলক্ষে সকল মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসার এম. ফরিদ উদ্দিন সমাজে সমমর্যাদা প্রতিষ্ঠায় অদম্য নারীরা ভূমিকা রাখছেন- কেয়া খান কানাইঘাটের পরিস্থিতিকে শান্ত করতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে খেলাফত মজলিসের সভা জকিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুজন আহমদ গ্রেফতার সিলেটে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত

নৌকা মার্কা মানে মানুষের ভাগ্যের পরিবর্তন মিঠামইনে প্রধানমন্ত্রী (হাওর টাইমস)

  • প্রকাশের সময় মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৮ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকা মার্কায় ভোট দিলেই দেশে উন্নয়ন হয়, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। এটা এখন সর্বজনবিদিত। তিনি আরও বলেন, গ্রামের মানুষ যাতে শহরের সব সুবিধা পায় সে লক্ষে আমাদের সরকার কাজ করছে, জনগণের কথা চিন্তা করেই সব উন্নয়ন মূলক কার্যক্রমের উদ্যোগ নেওয়া হচ্ছে।

শেখ হাসিনা বলেন, আগামীতে নির্বাচন ২০২৪ এর জানুয়ারিতে হবে। তখন আওয়ামীলীগের নৌকাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন । আপনারা ওয়াদা করেন দুই হাত তুলে নৌকায় ভোট দেবেন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন শেষে বিকালে আওয়ামীলীগের সুধি সমাবেশে তিনি এসব কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, হাওরের জমি যাতে নষ্ট না হয় সেজন্য এ অঞ্চলের সব সড়ক উড়াল করা হবে। হাওরে উড়াল সড়কের প্রকল্প ইতিমধ্যেই একনেকে অনুমোদন দিয়েছি।

শেখ হাসিনা বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করা ও দুঃখি মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষে সরকার কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বাবা-মা-ভাই হারিয়েছি ,অথচ বিচার চাওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছিলো। কিন্তু আমরা জাতির পিতা হত্যার বিচার, যুদ্ধাপরাধিদের বিচার করছি। বিচারহীনতা থেকে জাতিকে মুক্ত করতে পেরেছি।

সরকার প্রধান বলেন, মানুষকে অত্যাচার-নির্যাতন ছাড়া বিএনপি আর কিছু দিতে পারেনা। এরা জনগণের কথা চিন্তা করেনা। ক্ষমতায় আসে লুটপাট করতে। আর লুটপাট করে বিদেশে আরাম আয়েশ করে। মানুষের কষ্টের সময় আরও দুর্ভোগ সৃষ্টি করে। আগুন দিয়ে মানুষ হত্যা করে। বিএনপি-জামাত যখনই ক্ষমতায় এসেছে মানুষের দুঃখ দুর্দশা বেড়েছে।

শেখ হাসিনা বলেন, আমরা সারাদেশের মানুষের উন্নতি চাই। বয়স্ক ভাতার ব্যবস্থা করেছি, বিনামূল্যে বই দিচ্ছি। বাবা-মাকে আর বই কিনে দিতে হয় না।

কৃষকদের উদ্দেশে সরকার প্রধান বলেন, করোনা মহামারির সময় ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দিয়েছে। একজন কৃষক এখন মাত্র ১০ টাকা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে।

এর আগে দুপুর ১টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল হক নূরুর সভাপতিত্বে সুধী সমাবেশ শুরু হয়।

এর আগে আজ বেলা ১১টায় হেলিকপ্টারে হাওর উপজেলা মিঠামইনে পৌঁছান সরকার প্রধান। সেখানে তিনি বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন করেন। এরপর দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিঠামইনের কামালপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে যান। সেখানে দুপুরের খাবার ও বিশ্রামের পর তিনি বিকেলে আওয়ামী লীগ আয়োজিত সুধী সমাবেশে অংশ নেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST