কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দ্রব্য মুল্যের উর্ধগতি, তত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে
মানববন্ধন অনুষ্ঠিত।
শনিবার (১১ মার্চ) দুপুর ১২ টায় কিশোরগঞ্জ জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপি কার্য্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসুচি অনুষ্টিত হয়।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা শরিফুল আলম এর সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল এর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বিশিষ্টি আইনজীবী জননেতা ফজলুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম জেলা বিএনপির সহসভাপতি জনাব রুহুল হোসাইন,এডঃ জালাল উদ্দিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল আলমসহ ছাত্রদল, যুবদল,শ্রমিক দল স্বেচ্চাসেবক দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
Leave a Reply