বিনোদন ডেস্ক:
MRB MEDIA‘র ব্যানারে মুক্তি পাচ্ছে বাজারের অবস্থা ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টায় MRB MEDIA ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে মিউজিক ভিডিও বর্তমান বাজারের লাগামহীন মূল্য বৃদ্ধি নিয়ে সমসাময়িক একটি গান।
গানের সুর ও কথা লিখেছেন শারফিন আলম। প্রযোজনা প্রতিষ্ঠান MRB MEDIA । তরুন ৮ জন শিল্পী কন্ঠ দিয়েছেন গানটিতে। শারফিন আলম,শোভন,বিরহী রাসেল, সাইফুল, সাদ্দাম,শান্ত,শামসুল মামুন,তানজিল সরকার।
ক্যামেরা ও সম্পাদনা ছিলেন ফয়সাল আহমেদ। গানটির গীতিকার সুরকার জানিয়েছেন বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে আমাদের একটি ক্ষুদ্র উপহার শ্রোতাদের জন্য। আশা করি আপনাদের ভালো লাগলে অনুপ্রেরণা পেলে সমসাময়িক বিষয় নিয়ে আরো কাজ করতে চাই ।
Leave a Reply