নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের বন্দর নগরী ভৈরব থানা পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত আসামিকে টানা ২৩ ঘন্টার অভিযানে আবারো গ্রেফতার করা হয়েছে।
গত ৩০ এপ্রিল দিবাগত রাত ৩ টায় ভৈরবের শিমুলকান্দি মধ্যেরচর এলাকার সাজাপ্রাপ্ত আসামি মো: মিয়া হোসেনের ছেলে মো: সাদ্দাম হোসেন (৩০) গ্রেফতারে আসামির নিজ বাড়িতে অভিযান পরিচালনা করলে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিসহ তার পরিবারের লোকজন পুলিশের উপর চড়াও হন, মারধর করেন এবং পরিবারের লোকজন আসামিকে পালিয়ে যেতে সহায়তা করে।
ঘটনার প্রেক্ষিতে ভৈরব থানার এএসআই নাসির বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের নামে একটি অভিযোগ দায়ের করলে একটি মামলা রুজু হয় (মামলা নং ০১, তারিখ- ০১/০৫/২০২৩, ধারা-143/332/333/307/186/353/34, The Penal Code, 1860) এবং ইতিমধ্যে ঘটনার সাথে জড়িত মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে৷
বিষয়টি দ্রুত প্রতিকারে পুলিশ সুপার, কিশোরগঞ্জ মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার)’র ১ মে সোমবার
ঘটনাস্থল পরিদর্শন করে পলাতক সাজাপ্রাপ্ত আসামি সাদ্দাম ও ঘটনার সাথে জড়িতদেরকে দ্রুত গ্রেফতার করতে সাঁড়াশি অভিযান পরিচালনা করার নির্দেশসহ ডিবি ও থানা পুলিশের টিম গঠন করে সার্বক্ষণিক যৌথ অভিযান কার্যক্রমের সার্বিক তদারকি করে মাত্র ২৩ ঘন্টার অভিযানে ভৈরব থানাধীন শ্রীনগর ইউনিয়নের জাফরনগর গ্রামের প্রত্যন্ত চর এলাকা থেকে আসামি মো: সাদ্দাম হোসেন (৩০) গ্রেফতার করে।
Leave a Reply