নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
রবিবার (১৪ মে) সকাল সাড়ে সাতটায় জেলার বন্দর নগরীর ভৈরবপুর উত্তরপাড়া গাছতলা ব্রীজের উপর অভিযান চালিয়ে ৪ (চার) কেজি গাঁজাসহ মোঃ হৃদয় মিয়া (২২) কে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। সে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের রাধিকা গ্রামের জয়নাল হকের ছেলে।
জানা যায় জেলা গোয়েন্দা শাখা মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মো: মোবারক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার- ফোর্সের সহায়তায় উক্ত আসামীকে গ্রেফতার করে। এ সময় আসামীর কাছে থাকা বাজারের ব্যাগের ভেতর পলিথিন দিয়ে মোড়ানো ৪ (চার) কেজি গাঁজা উদ্ধারপূর্বক মোঃ হৃদয় মিয়া (২২) কে গ্রেফতার করে।
এ ঘটনায় ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply