1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৫:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
কানাইঘাট-জকিগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসর এম ফরিদ উদ্দিন তারেক রহমান : দূরদর্শী ও দেশপ্রেমিক রাজনীতির কীর্তিময় এক অনন্য নাম আটগ্রাম-কালিগঞ্জ সড়কে বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর নামফলক ভেঙে ফেলল দুর্বৃত্তরা মাহে রমজান উপলক্ষে সকল মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসার এম. ফরিদ উদ্দিন সমাজে সমমর্যাদা প্রতিষ্ঠায় অদম্য নারীরা ভূমিকা রাখছেন- কেয়া খান কানাইঘাটের পরিস্থিতিকে শান্ত করতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে খেলাফত মজলিসের সভা জকিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুজন আহমদ গ্রেফতার সিলেটে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে- কানাইঘাটে পুলিশ সুপার মাহবুবুর রহমান কানাইঘাটে পূর্ব শত্রুতার জের ধরে একজনকে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে গেল সুরমা নদীতে

“হাওর টাইমস” তৃতীয় বর্ষে পদার্পণে অভিনন্দন ও শুভেচ্ছা (হাওর টাইমস)

  • প্রকাশের সময় মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১৩২ বার পড়েছে

“সময়ের প্রয়োজনে নির্ভীক” এই শ্লোগানে আজ থেকে দুই বছর পূর্বে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল “হাওর টাইমস ২৪.কম”র দ্বিতীয় বছর পেরিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ করেছে।

আপনাদের সবার সহযোগিতা আর ভালোবাসা নিয়েই অনলাইন জগতের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “হাওর টাইমস ২৪.কম” এখন সর্বমহলের অনলাইন পত্রিকা হয়ে উঠতে সক্ষম হয়েছে ।

আমরা চেয়েছি অনলাইন নিউজ পোর্টালের পারিবারিক সংবাদ মাধ্যম হতে, তথা আপনাদের পরিবারের প্রিয় একজন সদস্য হয়ে উঠতে। আমরা তাই এমন কিছু নেতিবাচক বিষয় প্রকাশ করি না, যা আমাদের সামাজিক, সাংস্কৃতিক ও পারিবারিক মূল্যবোধে আঘাত করবে।

আবার আমরা চেয়েছি বাড়ির ছোট শিশুটি থেকে প্রবীণতম সদস্যের চাহিদা যেন এই অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে মেটানো যায়। আমাদের চেষ্টা অব্যাহত আছে। একটি গণমাধ্যমের সংবাদের মান দেখে পাঠকরা অনেক কিছু সিদ্ধান্ত নেন। সঠিক ও স্বচ্ছ সংবাদ প্রকাশিত হলে পাঠক সংখ্যা বৃদ্ধি পাবে। আর পাঠকের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে ওই গণমাধ্যমটি ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়ে।

সেই দিক থেকে আমরা আনন্দিত ও আশাবাদি। এক ঝাঁক তরুণ ও মেধাবী সাংবাদিকদের প্রচেষ্টায় আমাদের অনলাইন নিউজ পোর্টাল দ্রুত জনপ্রিয়তা পেয়েছে।

২০২১ সালের ৩০ মে মাসে আমরা যাত্রা শুরু করি। আমাদের পথ চলাটা সহজ ছিল না।একদিকে বৈশ্বিক মহামারি করুনার ভয়াল থাবা সারা বিশ্বকে করে তুলছে আতঙ্কিত এবং অন্যদিকে বিশ্ব অর্থনীতিতে চলছে মন্দার ভয়াল আঘাত।

কিন্তু শুরুর দিনটি থেকেই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য ছিল একটাই । আমরা স্বাধীন, সৎ , নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা করব। দালালি, চাটুকারিতা,পক্ষপাতিত্ব থেকে দূরে থাকব। আমরা কোনো দলের মুখপাত্র হব না। সত্য সংবাদ প্রকাশে আমরা থাকব নির্ভীক ও সাহসী। আমরা থাকব আপাময় জনসাধারণের পক্ষে। কোনো সত্য উচ্চারণে আমরা পিছু হটবো না। আমরা ইতিবাচক পরিবর্তনে সহায়তা করব।

মুক্তিযুদ্ধের পক্ষে ও ধর্মীয় মূল্যবোধকে হৃদয়ে ধারণ করে আমরা গণতন্ত্রকে সুসংহত রাখতে কাজ করে যাব। নারী-শিশুর অধিকার, অসহায়ের অধিকারের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখব।

আমরা চেষ্টা করেছি আমাদের লক্ষ্যে অটুট থাকতে। ভবিষ্যতে আমরা এ পথ থেকে সরে যাব না। আমরা স্বপ্ন দেখি সুখী, সমৃদ্ধ, শান্তিপূর্ণ এক সম্প্রীতির আর ভালোবাসার গণতান্ত্রিক বাংলাদেশের।

এ স্বপ্নপূরণে আমাদের সবাইকে কাজ করে যেতে হবে। আমাদের পথ চলার দু বছর পূর্ণ হল। বসে থাকার সময় নেই, ফিরে তাকানোর সুযোগ নেই। মা, মাটি ও মানুষকে ভালোবেসে আমাদের পাড়ি দিতে হবে বহুদূর। আমরা অঙ্গীকারবদ্ধ, আমাদের লক্ষ্যমাত্রা অনেক। আমাদের উদ্দেশ্য সব সময় ইতিবাচক। পাঠকের ভালবাসা আর সহযোগিতায় আমরা অাজ প্রতিকূল পথ পাড়ি দিতে প্রস্তুত আছি। পাঠকের ভালবাসায় “হাওর টাইমস” তার পথে অবিচল আছে।

এভাবেই বহুদূর যেতে চাই। ভালবাসা অবিরাম। সবাই ভাল থাকবেন। যা কিছু ভাল , তার সাথে আছি। যা কিছু মিথ্যা ও অসত্য তার বিরুদ্ধে আমাদের সাধ্যমত লিখুনী থাকবে অব্যাহত। পরিশেষে আমাদের সকল পাঠক, সাংবাদদাতা, শুভাকাঙ্কী সবাইকে তৃতীয় বর্ষে পদার্পণে অভিনন্দন ও শুভেচ্ছা।

শুভেচ্ছান্তে,
সম্পাদক ও প্রকাশক
“হাওর টাইমস ২৪.কম”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST