অষ্টগ্রাম প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (২৩ জুন) বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগ। ১৯৪৯ সালের ২৩ জুন পুরাতন ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ নামে দলটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে আওয়ামী লীগ নামে আত্মপ্রকাশ করে দলটি।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি উদযাপনের ন্যায় কিশোরগঞ্জের ভাটীর উপজেলা অষ্টগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এক আনন্দ র্যালি ও পথসভার আয়োজন করেন।
র্যালী শেষে পথসভায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফজলুল হক হায়দারী বাচ্চু,সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জেমস প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
Leave a Reply