নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেলকে আটক করেছে অষ্টগ্রাম থানা পুলিশ।
মঙ্গলবার (২৭ জুন) দুপুরে অষ্টগ্রাম বাজারে উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। ছাত্রদল নেতা তিতুমীর হোসেন সোহেল (২৮) অষ্টগ্রাম সদর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি সাবেক ইউপি সদস্য হুমায়ুন কবীর দানার ছেলে।
এ বিষয়ে জানার জন্য অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি মোর্শেদ জামানকে বার বার ফোন করেও পাওয়া যায়নি।
এদিকে অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেলকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. ফজলুর রহমান।
এডভোকেট ফজলুর রহমান বলেন, আমার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ-৪ আসনের তিন উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য আমার কর্মসূচি রয়েছে। এর অংশ হিসেবে আগামী শনিবার আমি অষ্টগ্রামে অবস্থান করবো। এজন্য উপজেলা বিএনপি কার্যালয়ে নেতাকর্মীরা প্রস্তুতি সভা করছিলেন।
দুপুর সোয়া ২টার দিকে সেখান থেকে বের হওয়া মাত্রই অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেলকে পুলিশ আটকের পর একটি গায়েবি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান দিয়েছে। মূলত ভয়ের পরিবেশ ও নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য উদ্দেশ্যমূলকভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
Leave a Reply