বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ জুলাই) বিকেলে উপজেলার দেওঘর ইউনিয়নের মধ্য আলীনগর জামে মসজিদ প্রাঙ্গণে মোঃ কামাল ভূঁইয়ার সভাপতিত্ব প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
সামাজিক সংগঠন গাউসিয়া কমিটি অষ্টগ্রামের উদ্দ্যোগে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা ‘আলোর সন্ধানে’ ২৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। দু’ধাপের এই প্রতিযোগিতায় বিজয়ী হন আদনান আবির (প্রথম), জাইদ মাহমুদ (দ্বিতীয়) ও খালেদ সাইফুল্লাহ (তৃতীয়)। এছাড়াও আরো তিনজনকে পুরস্কৃত করা হয়েছে।
ইসলামি জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খলিলুর রহমান, তমিজ উদ্দিন মোল্লাহ, মাওলানা আব্বাস উদ্দিন, জয়নাল আবেদীন মোল্লাহ, মাসুদুল ইসলাম, শেখ বোরহান উদ্দিন, হাফেজ জসীম উদ্দিন প্রমুখ।
Leave a Reply