কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মোঃ শরীফুল আলম বলেছেন, বর্তমান সরকার ভোট ডাকাত, এই ভোট চোর সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া আগামী জাতীয় নির্বাচন হতে দেয়া হবেনা। তিনি বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিন। চলাকলা নয় দাবি এক-দফা এক অবিলম্বে পদত্যাগ ।
সোমবার (৩ জুলাই) কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাটিকাটা বাজার, আরব আলী চক বাজার, দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে নেতাকর্মী ও বিভিন্ন পেশাজীবি মানুষের সাথে ঈদ পরবর্তি শুভেচ্ছা বিনিময় এবং ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করতে আসা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে উপরোক্ত কথা বলেন।
জনসংযোগ ও পথসভায় মতবিনিময় কালে শরীফুল আলম আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গর্ববোধ করেন উন্নয়নের রোডম্যাপ নিয়ে। তিনি বলেন রেমিট্যান্স বাড়ছে। অথচ বাংলাদেশে আজ একটি শিশু জন্মাচ্ছে ৯৮ হাজার টাকা ঋণ নিয়ে। তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে বলেই দেশে আজ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বেড়ে চলেছে। এই সরকারের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
এ সময় শরীফুল আলমের সঙ্গে ছিলেন
কুলিয়ারচর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এমএ হান্নানসহ উপজেলার বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা।
Leave a Reply