নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামি আবু রায়হান (৪৫) ও ৬ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৫জুলাই) বিকাল ৫.৪৫ ঘটিকায় এএসআই (নিরস্ত্র) মো. মঞ্জুরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ৮ মাসের সশ্রম কারাদণ্ড ও ৭ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামী আবু রায়হান (৪৫), পিতা- মৃত শামসুর রহমান, গ্রাম- হলিমা মৌলভী বাড়ি, থানা- হোসেনপুর, জেলা- কিশোরগঞ্জকে বোর্ডের বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে। কারাদণ্ডপ্রাপ্ত আসামী আবু রায়হান (৪৫) কিশোরগঞ্জের সিআর মোকদ্দমা নং- ৫২(১)২০২০, ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনে সাজাপ্রাপ্ত ছিলেন ।
হোসেনপুর থানার এসআই (নিরস্ত্র) সুশান্ত চন্দ্র সরকারের নেতৃত্বে একটি আভিযানিক টিম অভিযান পরিচালনা করে ৫ জুলাই পোনে এগারোটায় হোসেনপুর থানাধীন উত্তর কুড়িমারা সাকিনের জনৈক আলমগীর হোসেনের বসতবাড়িতে জুয়া খেলারত অবস্থায় জুয়া খেলার নগদ অর্থ ও সরঞ্জামাদিসহ ১। মো. জসিম উদ্দিন (৬৫), পিতা- মৃত জৈনুদ্দিন, ২। মো. মকবুল হোসেন (৩৮), পিতা- মো. চন্দু মিয়া,৩। মাজহারুল ইসলাম(৩২), পিতা- মৃত আ. হাই,৪। মো. কুদরত আলী (৪০) পিতা- মো. রহমত আলী, ৫। মো. নুরুল হক (৪০), পিতা- মো. অহেদ আলী, সর্ব সাং- উত্তর কুড়িমারা, সর্ব থানা- হোসেনপুর, ৬। মো. হোসেন আলী(৫২), পিতা- মৃত আ. জব্বার, সাং- কাউলীকান্দা, থানা- পাকুন্দিয়া, সর্ব জেলা- কিশোরগঞ্জদের গ্রেপ্তার করে।
ধৃত বিবাদীদেরকে বিধি মোতাবেক অদ্য ৬ জুলাই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply