নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে ১০০ পিচ ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।
শুক্রবার (৭ জুলাই) রাত সোয়া ৮ টার সময় ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ভৈরব থানার কমলপুর আমলাপাড়া এলাকায় মোছা. লাকী বেগম (৫০) কে ইয়াবা বিক্রয় করার সময় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) গ্রেফতার করে। আটককৃত মোছা. লাকী বেগম (৫০) কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কমলপুর আমলাপাড়া এলাকার মো. মোবারক হোসেনের স্ত্রী।
জেলা গোয়েন্দা শাখা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মো. ফারুক আহমেদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় নারী অফিসার-ফোর্সের সহায়তায় উক্ত নারী মাদক কারবারিকে গ্রেফতার করে তাঁর নিজ হাতে বের করে দেওয়া ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক রাত্রি ২০.১০ ঘটিকায় জব্দ করেন।
গ্রেফতারকৃত নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে ভৈরব থানা ও আশেপাশের এলাকা গুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছেন।
এ ঘটনায় ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply