নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে সংবাদ প্রকাশের জেরে ‘দৈনিক সংবাদ সারাবেলা’র কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ও কিশোরগঞ্জ জেলা প্রিন্ট মিডিয়া এসোসিয়েশনের প্রচার সম্পাদক মো: ইমরান হোসেনকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে যৌতুক মামলার আসামী সোহেল মিয়ার (২৪) বিরুদ্ধে। সোহেল মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বগাদিয়া তালতলা গ্রামের মো: বাবুল মিয়ার ছেলে।
গত রবিবার (৯জুলাই) রাত পৌনে ১২ টার দিকে সদর উপজেলার বগাদিয়া তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় বুধবার ১২ জুলাই ভুক্তভোগী সাংবাদিক একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানাযায়, গত ২৭ জানুয়ারী-২০২৩ ইং তারিখে ‘যৌতুক না দেওয়ায় একই পরিবারের ৪মজনকে পিটিয়ে আহত’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হলে সংবাদ প্রকাশের জেরে মো: সোহেল মিয়া যৌতুক মামলায় জামিনে বেড়িয়ে এসে সদর উপজেলার বগাদিয়া তালতলা এলাকার রবিন মিয়ার দোকানের সামনে থেকে সাংবাদিক ইমরান হোসেনকে নির্জন স্থানে ডেকে নিয়ে দেখে নিবে বলে প্রাণ নাশের হুমকি দেয়।
বিষয়টি নিয়ে গত ১১ জুলাই রাতে এলাকার গন্যমান্য লোক শালিশ বৈঠক বসলে শালিশিয়ানদের অমান্য করে সাংবাদিক ইমরানকে এলাকায় সংবাদ করতে বাধা নিষেধ করে বলে ফের হুমকি দেয় সোহেল। আদালত সূত্রে জানা গেছে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এ একটি মামলা চলমান রয়েছে। পিটিশন নং-১৪/২৩, মামলা নং-০৮, তারিখ: ০৬/০২/২০২৩ইং।
এ ব্যাপারে সংবাদ সারাবেলার জেলা প্রতিনিধি মো: ইমরান হোসেন বলেন,গত ৯ জুলাই রাত ৯ টায় গৌরাংগ বাজারস্থ দৈনিক আজকের সারাদিন অফিস থেকে রাতে বাসায় ফেরার পথে জরুরী কথা আছে বলে আমাকে নির্জন স্থানে ডেকে নেয় সোহেল।পরে সংবাদ প্রকাশের জেরে আমাকে দেখে নিবে এবং আমার মতো ভাল ভাল সাংবাদিক তার পকেটে থাকে বলে প্রাণ নাশের হুমকি দেয় সোহেল।
এ বিষয় কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ বলেন, সাংবাদিককে হুমকীর ব্যাপারে অভিযোগ পেয়েছি। এ বিষয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply