নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদী থেকে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬.৩৫ ঘটিকায় ৪ (চার) কেজি গাঁজাসহ কটিয়াদী থানার কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকা থেকে মো. মাহবুব আলম (১৯) ও মো. সাইদ (২০) কে গাঁজা বিক্রয় করার সময় অভিযান পরিচালনা করে কটিয়াদী থানা পুলিশ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মো. মাহবুব আলম (১৯) কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার নন্দীপুর বনগ্রাম এলাকার মো. উদাস আলীর ছেলে এবং মো. সাইদ (২০) ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার চন্দের বাজার এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে।
কিশোরগঞ্জের কটিয়াদী থানা পুলিশ কর্তৃক ১৩ জুলাই মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মো. দুলাল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উপরোক্ত মাদক কারবারিকে গ্রেফতার করে তাদের কাছে থাকা বাজারের ব্যাগের ভেতর পলিথিন দিয়ে মোড়ানো ৪ (চার) কেজি গাঁজা উদ্ধারপূর্বক সন্ধ্যা সন্ধ্যা ৬.৩৫ ঘটিকায় জব্দ করেন। গ্রেফতারকৃত মো. মাহবুব আলম (১৯) ও মো. সাইদ (২০)কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে কটিয়াদী থানাসহ আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছেন। স্থানীয় লোকজনের মতে, মো. মাহবুব আলম (১৯) ও মো. সাইদ (২০) এর কারণে এলাকার বিভিন্ন স্কুল-কলেজের কোমলমতি ছাত্রসহ যুবসমাজ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।
এ ঘটনায় কটিয়াদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply