কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলা সদর উপজেলা প্রতিপক্ষের বার বার হামলা ভাংচুরের ঘটনা থানায় জিডি ও আদালতে মামলা করেও ঠেকানো যাচ্ছে না বাড়ি ঘরে হামলা। প্রতিপক্ষের বার বার হামলা ভাংচুরের যেন নিত্য সঙ্গী বলে অভিযোগ উঠেছে।
কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের স্বল্পমারিয়া এলাকার মতি মিয়ার ছেলের বাড়িতে লাল মিয়া, আল-আমীন, সানি,নাসির গংরা জমি দখল করতে এসে গত ৩১ অক্টোবর ২২ হামলা ও ভাংচুর করে। এ ঘটনা মাজহারুল বাদী হয়ে কিশোরগঞ্জ আদালতে ১০৭,১১৪,১১৭, ফৌ: কা: বি: ৬ জনকে আসামি করে মামলা দায়ের করে যাহার নং-৬৯০/২২। এ বিষয়টিকে কেন্দ্র করে লাল মিয়া গংরা পুনরায় ২৫ ফেব্রুয়ারী ২০২৩ দেশীয় অস্ত্র নিয়ে আবার হামলা চালায়। গ্রামের শালিশে তা মিমাংসা না হওয়ার মাজহারুল বাদী হয়ে আমলগ্রহণকারী আদালত নং১ কিশোরগঞ্জ ৯৬/ ২০২৩ আরও একটি মামলা দায়ের করে যাহা ডিবিতে তদন্তের জন্য রয়েছে।
এতে কর আসামী পক্ষ আরও ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের লোকজন তথা মাজহারুলের পরিবারের সদস্যদের হুমকি প্রদান করলে এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানা একটি সাধারণ ডায়েরি করা হয় যাহার নং-৩৮৭/২০২৩।
আইনী প্রক্রিয়া চলমান থাকা সত্বেও লাল মিয়া গংরা বিভিন্ন সময়ে মাজহারুলের বাড়িতে হামলা বার বার অব্যাহত ভাবে চালিয়ে যাচ্ছে। সম্প্রতি গত ১২ জুলাই পুনরায় হামলা ভাংচুর করে।
ভুক্তভোগী মাজহারুল বলেন, আমি লাল মিয়ার কাছে ৬ শতাংশ ভূমি পৈতৃক সম্পওি পাব এ জমি না দিয়ে তিনি আরও আমার বাড়ি ও জমি দখল করতে স্থানীয় সিন্ডিকেটের মাধ্যমে জোরপৃর্বক দখলের পায়তারা করছে। তাদের ভয়ে আমি এখন বাড়িতে থাকতে পারছি না। তারা যেকোনো সময় আমার উপর হামলা করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে বলেও হুমকি দিচ্ছে।
আত্মরক্ষার্থে জুলুম নির্যাতনের শিকার
মাজহারুল সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ দাবি করেন।সেই সাথে সঠিক তদন্ত করে আমাকে তাদের হাত থেকে নিরাপদ ভাবে বসবাস করার ব্যবস্থা নিতে অনুরোধ করেন।
Leave a Reply