নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার ফরিদপুর ইউনিয়নের খিদিরপুর গ্রামের মো.নূরুল আমিনের ছেলে সালুয়া ফাজিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মো. জুনাইদ আমিন (১৩) দীর্ঘদিন নিখোঁজ থাকার পর থানা পুলিশের সহায়তায় নিখোঁজ ছেলেকে ফিরে পেল বাবা-মা।
জানা যায় ২৮ জুন দুপুরে নিজ বাড়ী হতে বের হওয়ার পর নিখোঁজ হয়। নিখোঁজের পর মো. জুনাইদ আমিন (১৩) এর বাবা-মা সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে ছেলেকে না পাওয়ায় আশাহত হন।
পরবর্তীতে স্থানীয় এক আত্মীয়ের পরামর্শে নিখোঁজ মো. জুনাইদ আমিন (১৩) এর বাবা মো.নূরুল আমিন ছেলের নিখোঁজ সংক্রান্তে কুলিয়ারচর থানায় একটি সাধারণ ডায়রি করেন। যাহার জিডি নং- ১৩৭৪, তারিখ ২৯-০৬-২০২৩ খ্রি.।
কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার)’র নির্দেশে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ বাংলাদেশের রেলওয়ে থানাসহ সকল থানায় ছবিসহ নিখোঁজ সংক্রান্তে বেতার বার্তা (বার্তা নং- ৩০/২০২৩, তারিখ- ২৯-০৬-২০২৩ খ্রি.) প্রেরণ করেন।
পরবর্তীতে মো. জুনাইদ আমিন (১৩) নিখোঁজ থাকার বিষয়টি বিভিন্ন পত্র-পত্রিকাসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত হয়।
কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার)’র দিক নির্দেশনায় কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা এর নেতৃত্বে গঠিত একটি চৌকস টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম জেলার পতেঙ্গা উপজেলার কাঠঘর ইসুবগুলি এলাকা হতে দীর্ঘদিনের নিখোঁজ মো. জুনাইদ আমিন (১৩) কে সুস্থ্য এবং স্বাভাবিক অবস্থায় উদ্ধার করে।
আজ শনিবার (৫ আগষ্ট) হারানো নিখোঁজ ছেলেকে কুলিয়ারচর থানা পুলিশ তার বাবা-মায়ের নিকট বুঝিয়ে দেয়।
Leave a Reply