নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে ২০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (১০ আগষ্ট) বিকালে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ কিশোরগঞ্জের ভৈরব থানার ভৈরব পৌরসভাধীন মাহাতাব উদ্দিন মোড় এলাকায় মো. মাহফুজুল কবির বেনু (৪৯), মো. নাসির মিয়া (৫০) ও মো. খায়ের মিয়া (৪০) কে ইয়াবা বিক্রয় করার সময় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মো. মাহফুজুল কবির বেনু (৪৯) কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরবপুর মধ্যপাড়া এলাকার মৃত মাহাতাব উদ্দিনের ছেলে, মো. নাসির মিয়া (৫০) একই উপজেলার চণ্ডিবের দক্ষিণপাড়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে এবং মো. খায়ের মিয়া (৪০) একই উপজেলার কালিপুর এলাকার মৃত সাত্তার মিয়ার ছেলে।
বৃহষ্পতিবার জেলা গোয়েন্দা শাখা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মো. মাহমুদুল হাসান মারুফ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উক্ত মাদককারবারি ৩ জনকে গ্রেফতার করে। এসময় নিজ নিজ হাতে বের করে দেওয়া সর্বমোট ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক বিকাল সাড়ে পাঁচটায় জব্দ করেন।
গ্রেফতারকৃতদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, পরস্পর যোগসাজশে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সীমান্ত অঞ্চল থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে ভৈরব থানা ও আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছেন।
এ ঘটনায় কিশোরগঞ্জের ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply