ষ্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জেলা কৃষকলীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ, ডেঙ্গু জ্বর প্রতিরোধে সচেতনতাসহ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ আগস্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমীতে স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ, ডেঙ্গু জ্বর প্রতিরোধে সচেতনতাসহ আলোচনা সভা অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচি পালিত হয়।
উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ (অষ্টগ্রাম,ইটনা,মিঠামইন) আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।
জেলা কৃষকলীগের সভাপতি আহমেদ উল্লাহর সভাপতিত্বে ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজল, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, জেলা কৃষকলীগের সহ-সভাপতি জিয়াউদ্দিন সরকার, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য আক্তারুজ্জামান শিপন, জেলা তাঁতীলীগের সভাপতি ইব্রাহীম খলিল প্রমূখ। আলোচনা সভা শেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও পরে বৃক্ষরোপণ এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা যুবলীগ নেতা রাশেদ জাহাংগীর পল্লব, জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খানসহ জেলা কৃষকলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply