বেলাব প্রতিনিধিঃ
নরসিংদীর বেলাবতে অবৈধ পন্থায় বিদেশ গমন প্রতিরোধে বেলাব উপজেলা প্রশাসনের আয়োজনে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের লক্ষীপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
সচেতনতা মূলক সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সমসের জামান ভূইয়া রিটন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান ভূঞা জাহাঙ্গীর, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা,বেলাব থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ তানভীর আহমেদ, জেলা পরিষদের সদস্য মেরাজ মাহমুদ মিরাজ, নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাউসার কাজল, বেলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সাফি, বীর মুক্তিযোদ্ধা আজিম উদ্দিন মোস্তফা’সহ প্রমুখ।
Leave a Reply