নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য ইংরেজী, কমিউনিকেশন ও মানষিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৪সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন এই প্রশিক্ষণের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মো. হরুন-অর-রশিদের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম, ইউআরসি প্রশিক্ষক মোজম্মেল হক ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার আমিনুল হক। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় প্রশিক্ষক (মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক প্রতিবিধান) জিয়াউল হুদা হিমেল ও বাংলাদেশ স্কাউটস-এর ডিএনসি মো. জুনায়েদ।
উক্ত প্রশিক্ষণে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ষোল জন শিক্ষক অংশগ্রহণ করেন।
Leave a Reply