1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ (১৯ বিজিবি) এর অভিযানে ভারতীয় মদ, মহিষ ও চিনি আটক অধ্যাপক জাকি মোস্তফা টুটুল এর আর্থিক সহযোগিতায় কানাইঘাটে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত কানাইঘাট-জকিগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসর এম ফরিদ উদ্দিন তারেক রহমান : দূরদর্শী ও দেশপ্রেমিক রাজনীতির কীর্তিময় এক অনন্য নাম আটগ্রাম-কালিগঞ্জ সড়কে বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর নামফলক ভেঙে ফেলল দুর্বৃত্তরা মাহে রমজান উপলক্ষে সকল মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসার এম. ফরিদ উদ্দিন সমাজে সমমর্যাদা প্রতিষ্ঠায় অদম্য নারীরা ভূমিকা রাখছেন- কেয়া খান কানাইঘাটের পরিস্থিতিকে শান্ত করতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে খেলাফত মজলিসের সভা জকিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুজন আহমদ গ্রেফতার সিলেটে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের হোসেনপুরে পান চাষে স্বাবলম্বী কৃষকেরা (হাওর টাইমস)

  • প্রকাশের সময় সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২১ বার পড়েছে

মো: সোহেল মিয়া, হোসেনপুর থেকেঃ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বিভিন্ন গ্রামের আবাদি-অনাবাদি উঁচু জমিতে, বাড়ির পাশে, বিভিন্ন গাছে কিংবা উঠোনে পান চাষে কৃষক-কৃষাণীদের আগ্রহ দিন দিনই বেড়েই চলেছে । এতে একদিকে যেমন চাঙ্গা হচ্ছে গ্রামীণ অর্থনীতি, অন্যদিকে স্বাবলম্বী হচ্ছেন এলাকার অনেক প্রান্তিক কৃষক ও হতদরিদ্র পরিবার।

বতমানে বাজারে পানের দাম ও চাহিদা কিছুটা বেশি থাকায় অন্যান্য ফসলের তুলনায় পান চাষের প্রতি ঝুঁকছেন বলে জানান স্থানীয় পান চাষীরা।

সুত্রমতে,উপজেলার ৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন অঞ্চলে ছোট বড় প্রায় দুই শতাধিক পানের বরজ রয়েছে। এখানকার উৎপাদিত পান উপজেলার চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে পার্শ্ববর্তী পাকুন্দিয়া, নান্দাইল, গফরগাঁও, ঈশ্বরগঞ্জ, কিশোরগঞ্জ, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। এরই মধ্যে উপজেলা পানপল্লী খ্যাত সুরাটি,সিদলা, জাহাঙ্গীরপুর,পিতলগঞ্জ,ভরুয়া,হারেঞ্জাসহ বিভিন্ন এলাকার মানুষ পান চাষ করে স্বাবলম্বী হয়েছেন। তাদের অনেকেই শ্রম ও মেধা কাজে লাগিয়ে পান চাষ করে বদলে দিচ্ছেন তাদের পরিবারের ভাগ্য।

স্থানীয় উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, চলতি বছর উপজেলায় প্রায় ১৫ হেক্টর জমিতে পানের আবাদ হয়েছে। প্রতি একর জমিতে পানের উৎপাদন ব্যয় হয়ে থাকে গড়ে ৫-৬ লাখ টাকা। আর তা বিক্রি হয় ৮-১০ লাখ টাকায়।

হোসেনপুরের বিভিন্ন এলাকায় প্রায় তিন শতাধিক পান চাষি রয়েছেন। সরেজমিনে তথ্য সংগ্রহকালে,উপজেলার গোবিন্দপুর গ্রামের পান চাষী বাবুল মিয়া, হারেঞ্জা গ্রামের হুমায়ুন, ভরুয়া গ্রামের পান চাষী নজরুলসহ অনেকেই জানান, পান চাষ তুলনা মূলক লাভজনক। চাষাবাদের এক-দেড় মাসের মাথায় বরজের পান বিক্রির উপযোগী হয়ে উঠে। বর্ষা মৌসুমে পানের উৎপাদন একটু বেশি হয়। এজন্য খুব একটা কাজের লোক রাখতে হয়না। নিজেদের অবসর সময়টা তারা ব্যয় করেন নিজেদের বরজের পিছনে। এতে বরজ থেকে প্রতি মাসে ২০-২৫ হাজার টাকা আয় করতে সক্ষম হন তারা।

এ সময় উপজেলার সিদলা ইউনিয়নের পিতলগঞ্জ গ্রামের বিল্লাল হোসেন জানান,পান উৎপাদন খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় পানের বরজ পাল্টে দিয়েছে তার অভাবের সংসারের এক সময়কার চিরচেনা স্মৃতি। ওই পানের বরজের আয় থেকেই ছেলেমেয়েদের লেখাপড়া করানোর পাশাপাশি কিনেছেন ফসলি জমি ও গৃহের দামি আসবাবপত্র। বতমানে তার পরিবার সামাজিক ভাবে সুপ্রতিষ্ঠিত ও স্বাবলম্বী।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একেএম শাহজাহান কবীর জানান,পান তুলনামূলক ভাবে লাভজনক হওয়ায় হোসেনপুরের বিভিন্ন এলাকায় পান চাষে কৃষকদের আগ্রহ দিনদিনই বাড়ছে। তাই কৃষি বিভাগের মাঠকর্মীরাও কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদান করছেন। ফলে এবারের উৎপাদিত পান থেকে চাষিরা কাঙ্খিত লাভবান হবেন বলেও মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST