বেলাব প্রতিনিধিঃ
নরসিংদীর বেলাব উপজেলা নির্বাচন অফিসার শেখ মোহাম্মদ আদিল’র বদলি জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
তিনি ৬ জুন ২০১৮ সালে বেলাব উপজেলায় নির্বাচন অফিসার হিসেবে যোগদান করে দীর্ঘ প্রায় সাড়ে ৫ বছর বেলাব উপজেলায় নির্বাচন অফিসার হিসেবে দায়িত্ব পালন, ভোটার তালিকা হালনাগাদ, সংশোধনসহ যাবতীয় কার্যক্রম সুনামের সাথে দ্বায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি হবিগঞ্জের বাহুবল উপজেলায় নির্বাচন অফিসার হিসেবে যোগদান করেন। নতুন নির্বাচন অফিসার হিসেবে সোমা যাদব যোগদান করেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার নির্বাচন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
১২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় নতুন নির্বাচন অফিসার সোমা যাদবের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন।
বিদায়ী নির্বাচন অফিসার শেখ মোহাম্মদ আদিল বলেন, প্রায় সাড়ে পাঁচ বছর বেলাব উপজেলার সর্বসাধারণের কতটুকু প্রত্যাশা পূরণ করতে পেরেছি জানিনা , চেষ্টা করেছি সাধ্যমত সেবা দেওয়ার জন্য। আমি মনে করি কোনো প্রকার হয়রানি ছাড়া নির্বিঘ্নে বেলাব বাসিকে সর্বোচ্চ মেধা এবং শ্রম দিয়ে নাগরিক সেবা দিতে সক্ষম হয়েছি।
Leave a Reply